জেলা আ:লীগের সভাপতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাউফল উপজেলা আ:লীগের ক্ষোভ।

মোঃ নজরুল ইসলাম খান,জেলা প্রতিনিধি পটুয়াখালী: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাউফল উপজেলা আওয়ামী লীগের ভীতরে ক্ষোভ দেখা দিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘যা সত্যি আমি তাই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছি। তবে জেলার মধ্যে বাউফলেরমত আর কোন উপজেলায় আওয়ামী লীগের মধ্যে এতো কোন্দল নেই। প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়ে দেখুক। আমি তাকে সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি’।

শনিবার (১২ আগস্ট) সকালে বাউফল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সদস্য আসম ফিরোজ এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক অভিযোগ করে বলেন, দলীয় নেতাকমীর্দের গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সত্য ঘটনা উল্লেখ না করে জেলা সভাপতি কাজী আলমগীর অসত্য ও শিখিয়ে দেয়া বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্যর কারণে প্রধানমন্ত্রী বাউফলের রাজনৈতিক সঠিক চিত্র থেকে বঞ্ছিত হয়েছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ওই মন্তব্য করেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সম্পর্কে এমন বক্তব্য দেওয়ায় একইদিন রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার নিন্দা ও প্রতিবাদ জানান। যা নিয়ে এখন উপজেলা আওয়ামী লীগের ভীতরে ক্ষোভ দেখা দিয়েছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সাবেক চীফহুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি প্রতিবেদককে বলেন, ‘ওখানে কি কথা হয়েছে তা তুমি জানো, ও বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্য অন্য নেতাদের কাছ থেকে জেনে নাও’ বলে তিনি বলেন।

উল্লেখ্য, গত ৬ই আগস্ট গণভবনে আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় তৃণমূল নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা করেন। ওই সভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জেলা আওয়ামী লীগের বর্তমান অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published.