শেখ নুরুজ্জামান কালাইয়ে অগভীর নলকুপ কিনে বিপাকে পড়েছে

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মোঃ মনতেজার রহমান মন্ডল এর পুত্র শফিকুল ইসলাম(৫১) গত ৫ জুলাই /২৩ তারিখে প্রতিবেশী শেখ এরফান আলীর পুত্র শেখ নুরুজ্জামান সাহেবের কাছে শফিকুল ইসলামের নিজ নামীয় অগভীর নলকুপ এর আট আনা অংশ গ্রামের গুন্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউপি সদস্য আবু কালাম এর সাক্ষাতে বাজার মুল্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দরদামে শেখ নুরুজ্জামান এর নিকট বিক্রি করার জন্য— সিদ্ধান্ত হলে কুড়ি হাজার টাকা মৌখিক বায়নামা করেন বলে জিন্দারপুর ইউপি সদস্য আবু কালাম জানান। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জিন্দারপুর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন গত ৬ জুলাই /২৩ আমার উপস্থিতিতে শেখ নুরুজ্জামান এর কাছ থেকে শফিকুল ইসলাম কে= বাকী ৩৩০০০০/ তিনলক্ষ ত্রিশ হাজার টাকা পরিশোধ করে অগভীর নলকুপ এর মুল কাগজপত্র দিয়ে জেলা জয়পুরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে সিরিয়াল নং— ৪৩০/২৩ ইং ০৬—০৮—২০২৩ তারিখে পল্লী বিদুৎ অফিসের কালাই সাব জোনাল সংযোগকৃত যা— হিসাব নং — ০২/৩৪৫/১৭০০, ০৫ হর্স বিশিষ্ট মোটর (০,৭৫ কিউসেক) করিমপুর মৌজায় অবস্থিত ১৭২/৪০৮ দাগের অগভীর নলকুপ লাইসেন্স নং— ৭৮০ বিক্রি করে মালিকানা হস্থান্তর করেন। শেখ নুরুজ্জামান আমাদের প্রতিনিধি কে বলেন— শফিকুল ইসলাম —রফিকুল মাস্টারের মাধ্যমে অগভীর নলকুপ আমার নামে অর্ধেক (আটআনা) বিক্রি করে এফিডেভিট করে দেওয়ার পর ও বলে বেড়াচ্ছে সে নাকি আমার কাছে নলকুপ বিক্রি করে নাই। শেখ নুরুজ্জামান টাকা দিয়ে অগভীর নলকুপ কিনে বিপাকে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন। শফিকুল ইসলামের সথে কথা বললে তিনি বলেন অামি শেখ নুরুজ্জামান কে এফিডেফিট করে দেইনি। তবে মৌখিক বায়নামা হয়েছিল, নুরুজ্জামান জালিয়াতির মাধ্যমে এফিডেফিট করছে।

Leave a Reply

Your email address will not be published.