এমবিএল স্ট্রাইকার্সের টানা দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিনিধিঃ  ১২ই অগাস্ট শনিবার সিএপিএল এর চতুর্থ ম্যাচে এমবিএল স্ট্রাইকার্স বৃষ্টি আইনে ৯৪ রানে হারায় এসিসিকে।

সকালে তেঘরিয়া বেতকায় প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে টসে জিতে এমবিএল স্ট্রাইকার্স। শুরুতেই প্রথম দুই ওপেনার নিপু এবং মিনারের ব্যাটিং নৈপুণ্যে আট ওভারে ৫০ রান তুলে। মিনার কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও নিপু টুর্ণামেণ্টের প্রথম অর্ধশতক তুলে নেন ৪৭ বলে। অধিনায়ক নিপু ৬টি বাউন্ডারী এবং ৫টি ওভার বাউণ্ডারী তে ৬৮ বলে ৮২ রান করে আউট হলেও আরেক ওপেনার মিনার করেন ৭৫ বলে ৬৬ রান করেন। উদ্বোধনী জুটিতে টুর্ণামেন্ট এর সেরা ১৪৩ রান আসে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও কে রানা ১টি চার এবং ৪টি ছয়ের মাধ্যমে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৭৮ রান করে এমবিএল স্ট্রাইকার্স।

২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে এসিসি ৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান করে বৃষ্টির সম্মুখীন হয়। ডিএলএস মেথডে লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৭৪ রান। রান তাড়া করতে গিয়ে ২২.৩ ওভারে ১১২ রানে অলআউট হয় এসিসি।

এমবিএল স্ট্রাইকার্সের অধিনায়ক নিপু ৬৮ বলে ৮২ এবং ৫ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

নিয়মিত আপডেটের জন্য চোখ রাখুন কালের সংবাদে।

Leave a Reply

Your email address will not be published.