টেকনাফে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার-১

কে এম নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা ক্রাইম রির্পোটারঃ কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিশেষ অভিযান চালিয়ে মামাতো ভাইকে লক্ষ্য করে দিন-দুপুরে এলোপাতাড়ী গুলি ছুড়ে।এ ঘটনায় জড়িত মনছুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ সাবরাং ইউনিয়নের
১নং ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহাম্মদের মনছুর আলম (৩৯)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,সোমবার (১৪ আগস্ট) ভোরে টেকনাফ থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৩৯ ঘন্টা অভিযান পরিচালানা করে গ্রেফতারকৃত আসামী মনছুর আলম (৩৯) এর কাছ থেকে উদ্ধারকৃত ১টি দেশীয় তৈরী এলজি এবং ২ রাউন্ড গুলিসহ টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজারে অবস্থিত আব্দুর রহমান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে পেয়ে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়। এ বিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৪১/৫৭৫, ধারা-১৯এ/১৯(f) The Arms Act, ১৮৭৮ রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে (L6YK) টেকনাফ মডেল থানার , এফআইআর জি আর নং-২৮৬/১১ ১ আগস্ট ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ পাওয়া যায়।

তিনি আরো বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করে আসামীকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.