বিরামপুর ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্তকরন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: মাছের পোনা, দেশের সোনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই মৎস্য বীজ উৎপাদন খামার থেকে সরকারীভাবে এক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির ৩৭০ কেজি মাছের পোনা বিরামপুর ছোট যমুনা নদীতে ৫০ কেজি মাছের পোনা আজ বুধবার সকাল ১০টায় অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মেকুলসুম বানু, মৎস্য কর্মকর্তা কাওসার আলী।

বিরামপুর উপজেলার ছোট শাখা যমুনা নদীতে পোনামাছ অবমুক্তকরণ শেষে স্পিডবোট নিয়ে নদী পরিদর্শন করলেন পৌরমেয়র অধ্যক্ষ আককাস আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী জানান, ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আওতায় মসজিদ, মন্দির,আশুরার বিল ও প্রাতিষ্ঠানিক জলাশয় গুলোতে আগামী রোববার ৩২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। এ সময় উপ¯ি’ত উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, মৎস্য চাষি এলিন, মুরাদ হোসেন,বিরামপুর প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুদ রানা। চরকাই মৎস্য বীজ উৎপাদন খামার কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published.