বগুড়া শহর কাটনার পাড়ায় সেবা পলি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ উল্লেখ্য সিজার করতে আসা এই মহিলার রক্তর গ্রুপ ছিল বি+ পজেটিভ সেখানে ডাক্তার রক্ত পরীক্ষা না করেই তাকে ও+ পজেটিভ রক্ত শরীরে দেওয়ার করার ফলে রোগীর মৃত্যু ঘটে ।

রোগী আজ রাত ১১ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু বরণ করেছে। সেবা ক্লিনিকে ভুল চিকিৎসার পর সেবা ক্লিনিকের মালিক ও ডাক্তার রোগীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করেছিল।

মৃত নারীর আত্মীয় জানান, রোগীকে ইমারজেন্সি এক ব্যাগ ও+পজেটিভ রক্ত দিতে হবে। মৃত নারীর আত্মীয়রা রক্ত ম্যানেজ করে এবং ডোনার থেকে রক্ত নিয়ে সরাসরি রোগীর শরীরে প্রবেশ করায়। প্রবেশের পর রোগি অজ্ঞান হয়ে যায় এবং তার হাত-পা বেঁধে রাখা হয় এ বিষয়টি জানান তারা।

স্থানীয় সূত্রের জানানো হয়, এই হাসপাতালে এবুয়েসন থেকে শুরু করে সকল ধরনের অনৈতিক কাজ করা হয়। রোগীর ভুল চিকিৎসার কারণে মারা যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে সদর থানার অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.