জয়পুরহাটে দুই দিনব্যাপী শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব শুরু

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধিঃ শৈশব থেকে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব-২০২৩।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও লেখক অধ্যাপক জাফর ইকবাল, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাহিত্যিক মফিদুল হক, পাখি বিশেষজ্ঞ পর্যটক ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার, বাংলাদেশ লাইব্রেরী আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল রহমান, পরিবেশ নদী কর্মী তুহিন শুভ্র মন্ডল (পশ্চিমবঙ্গ) প্রমুখ।

আয়োজকরা জানান, শৈশব থেকে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষে জেলায় পর্যায়ক্রমে এক হাজার শিক্ষার্থীর বাড়িতে পাঠাগার গঠন করা হবে। সঙ্গে দেওয়া হবে একটি করে ফুল ফল গাছের চারা ।

Leave a Reply

Your email address will not be published.