মঞ্চায়িত হলো নাটক”ক্ষেতমজুর খইমুদ্দিন”-কুড়িগ্রামে

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “ক্ষেতমজুর খইমুদ্দিন” মঞ্চস্থ হয়েছে।নাটকটি দেখতে অডিটোরিয়ামে নানান শ্রেনির পেশাজীবি মানুষের উপস্থিতিতে এক মহা উৎসবে পরিণত হয়েছে।লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, গোলাম সারোয়ারের রচনা ও নির্দেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ক্ষেতমজুর খইমুদ্দিন মঞ্চায়িত করেছে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাতে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে ক্ষেতমজুর খইমুদ্দিন নাটকটি মঞ্চায়িত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, উত্তরবঙ্গ জাদুঘর এর চেয়ারম্যান এসএম আব্রাহাম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বাবু, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

মঞ্চ নাটক দেখতে আসা সাজু মিয়া বলেন,বহুদিন পরে বড় ভাইয়ের সাথে মঞ্চ নাটক দেখলাম।ক্ষেতমজুর খইমুদ্দিন নাটক দেখে ভালো লেগেছে।মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে নতুন প্রজন্মের কাছে এ নাটকটি বোধের পরিধিকে আরো দৃঢ় করে তুলবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রামের শিল্পীদের অসাধারন পরিবেশনা মন ছুঁয়েছে আগত দর্শকদের, উদ্দীপ্ত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর ইতিবাচক ও উন্নয়নমূখী জীবনের জয়যাত্রাকে আরো বিকশিত করতে এমন খইমুদ্দিনের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published.