গাছও কখনো কখনো বিপদ জনক হতে পারে

নিজস্ব প্রতিনিধিঃ ২৬/৯/২০২৩ ইং ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা গুনবাহা ইউনিয়ন নদীয়ার চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণচূড়া গাছটি ভেঙ্গে পড়ে।

কোমলমতি ছাত্র-ছাত্রীরা এসেম্বলি করেছিল গাছের নিচে আর অ্যাসেম্বলি শেষ হবার ঠিক দুই মিনিট পরই সকাল ১০ টার সময় গাছটি ভেঙ্গে পড়ে।

কোন রকম ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহর রহমতে দুই মিনিট পূর্বে যদি গাছটি ভেঙ্গে পরতো তবে হয়ত অর্ধশতাধিক কোমলমতি শিশু মারা যেত অথবা পঙ্গু হয়ে যেত নিচে চাপা পড়ে।

আল্লাহর রহমতে কোন রকমের ক্ষয় ক্ষতি হয় নাই।

শুধু এক স্যারের একটা গাড়ি চাপা পড়েছে। গাড়িটির সামান্য ক্ষতি হয়।

কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কাথাও কোন মরা গাছ বা বহু বয়েসী গাছ থাকে যাহা বিপদ জনক তাহলে গাছ গুলি কেটে ফেলায় ভালো।

Leave a Reply

Your email address will not be published.