জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অভিযোগে জরিমানা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাবার তৈরীর অভিযোগে জয়পুরহাট পৌর শহরের চার বেকারির দোকানে সাতান্ন হাজার টাকা জরিমানা করেছে জয়পুরহাট র‌্যাব -৫।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)পৌর শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সোহাগ বেকারীর স্বত্বাধারীকে ৫ হাজার রাতুল বেকারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধারীকে ৩০ হাজার, জনতা বেকারীর স্বত্বাধারীকে ২ হাজার ও মা ফুড বেকারীর স্বত্বাধারীকে ২০ করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট, উপজেলা (ভূমি) অফিস, জয়পুরহাট এর নেতৃত্বে জয়পুরহাট সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উক্ত সময়ে মেয়াদোত্তীর্ণ খাবার গুলো হচ্ছে, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published.