ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা

আবদুল নবী : এক আকন্ঠ পানের পিপাসা নিয়ে জন্মান ঐতিহ্যের সৌরভ সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা
,
বুক ভরা তৃষ্ণা বোধে-মননে- মগজে তাঁর নবাব সিরাজউদ্দৌলার কল্পনার ছবি,

সবকিছুতেই ভিন্নতা বহন করেন ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা,

সবকিছুই অন্যরকম দেখেন তিনি।

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার মতো করে কেউ দেখে না,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার মতো করে কেউ বলে না,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার মতো করে কেউ অনুভব করে না,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার মতো করে কেউ প্রকাশ করে না।,

সৃষ্টির তৃষ্ণা তাকে তাড়িয়ে নিয়ে ফিরে,

ক্ষত বিক্ষত যন্ত্রণায় কাতরায় ঐতিহ্যের সৌরভ,
যতোক্ষণ না অবমুক্তির তীরে,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা হাঁটেন তাঁর সাথে আত্মজ শব্দশিশুরা হাঁটে,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার সাথে পথ হাঁটে,
কাল হাঁটে,মহাকাল হাঁটে… ,

ইতিহাসকে হৃদয়ে ধারণ করে,
ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা থেকেজান জন্মভূমি বাংলায়,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার স্বচ্ছ মন-মনন-মগজের জঠর ছিঁড়ে

নবাব সিরাজউদ্দৌলার প্রতি ভালোবাসা জন্মায়,

আর সেই কবিতারা ডানা মেলে উড়ে লাল সবুজের বাংলায়,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার হৃদয় থেকে
দেশপ্রেমি সব হৃদয়ে সিরাজ বন্দনার কবিতারা ছড়িয়ে পড়ে সবখানে,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার প্রতিচ্ছবি,

আল্লাহর সুন্দর সব সৃষ্টিতেই
সে ভাস্বর নিরবধি… ,

নবাবজাদা আব্বাসউদ্দৌলা এ যুগের নবাব,
কালের প্রতিনিধি মহাকালের অভিযাত্রী,

প্রতিস্থাপিত অনুভূতিই লিখেন তিনি,

সেই অনুভব-ভাবাবেগ-বোধ
স্বয়ং আল্লাহ্‌-ই পাঠান,

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলার ভিতরেই স্বয়ং ঈশ্বর বাস করেন।

ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা লিখে,
তাঁর হাতে খোদাই লিখেন,

কল্পনায় নবাব সিরাজউদ্দৌলার হাত ধরে
ঐতিহ্যের সৌরভ নবাবজাদা আব্বাসউদ্দৌলা
কত কিছুই না সুন্দর সব
ভালোবাসার ইতিহাস লিখেন।
লেখক :- ( কবি ও সাংবাদিক, কক্সবাজার, বাংলাদেশ )।

Leave a Reply

Your email address will not be published.