কবিতা- “মা বাবার প্রতি সন্মান”

কবি- গুলজার রহমান

কবিতা-মা বাবার প্রতি সন্মান

বাবা হারিয়েছি মা ছিল ঘরে
ছিল লাক্ষ আসমানে ছায়া!
সুখ শান্তি ভালোবাসায় আর
ছিলো স্বর্গের প্রশান্তির হাওয়া।

মা ছিল প্রাণে সাহস ছিল
মনেতে অদম্য শক্তি
দুজাহানে গরবীনি মাকে
কতোটুকুই বা করেছি ভক্তি!।

দশ মাস দশ দিন গর্ভেধারনে
দেখাতে দুনিয়ার মুখ
সর্বশ্ব দিয়ে মানুষ করেছো
দেখাতে শান্তির, বেহেস্তি সুখ।

অভুক্ত ছিলে সন্তানের তরে
করতে মানুষের মত মানুষ
সেই সন্তান গেলে ভ্রষ্ঠ পথে
হবে আত্মকেন্দ্রিক ও অমানুষ।

মা বাবার জীবন দশাতে
সেবা হতে বিমুখ যে জন
দুজাহানে হীন সে
যে মূল্যহীন-নরাধম ও কৃপণ।

কি লাব এই বিস্তৃতি অর্জনে
যশ্ খ্যাতি যখন দুনিয়ায় ক্ষয়,
মা-বাবার পদতলেই সন্তানের জান্নাত
বিদ্ধাশ্রম মা-বাবার জন্য নয়।

Leave a Reply

Your email address will not be published.