পদ্মা রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কালের সংবাদ ডেস্কঃ সবুজ পতাকা নেড়ে পদ্মা রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরের দিন থেকে শুরু হবে যাত্রী চলাচল।

ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন প্রাঙ্গণে বেলা ১১টায় সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত থাকবেন দেশি-বিদেশি ১৬০০ অতিথি। পরে ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধনী ফলক উন্মোচন করে টিকিট কেটে দুপুর ১২টায় মাওয়া স্টেশন থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। ৩৮৬ অতিথি প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনযাত্রার সুযোগ পাবেন।

দুপুর ১টার পরে ফরিদপুরের ভাঙ্গা জংশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন।

Leave a Reply

Your email address will not be published.