দিনাজপুরে সিডিসির আয়োজনে জাতীয় তামাক মুক্ত দিবস পালিত

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: জাতীয় তামাক মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে ৯ অক্টোবর ২০২৩ ইং তারিখে বেলা ১১ঘটিকায় সিডিসির সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং দি ইউনিয়ন এর সহযোগিতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি),দিনাজপুর যৌথ ভাবে এই আলোচনা সভা আয়োজন করে। এবারের এই দিবসের উপপাদ্য হলো

জীবনের জন্য, পরিবারের জন্য, তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন। সিডিসির নির্বাহী পরিচালক সাংবাদিক যাদব চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক হারুন রশীদ, ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সমর কুমার রায়,দপ্তর সম্পাদক সাংবাদিক সাবু রায়, সুজন রায়, সবুজ রবি দাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। আলোচনা সভায় বক্তাগন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী ৭,২,৭ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বাৎসরিক বরাদ্দ রাখতে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কে উদ্ধদ্ধকরার জন্য নানা বিধ কার্যক্রম বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published.