কালের সংবাদ ডেস্কঃ ঢাকার উত্তরায় ৭নং সেক্টরের সাঈদ গ্র্যান্ড সেন্টারে (বিএনএস সেন্টারের ঠিক পাশের ভবন) ভয়াবহ অগ্নিকাণ্ড।
অগ্নি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁচ্ছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
সংবাদ পেয়েই প্রথমে ঘটনাস্থলে ৫টি ইউনিট পৌছে।
বর্তমানে ২৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ওই কর্মীর নাম শামীম। ওপর থেকে কাঁচের টুকরো পরে আহত হয়েছেন। এতে তার হাত অনেক খানি কেটে গেছে এবং হাড় বেরিয়ে গেছে। আহত শামীমকে প্রাথমিকভাবে একটি হাসপাতালে নেয়া হয়েছে। এরপর পঙ্গু হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
ভবনটির আট তলায় দি ক্যাফেরিও রেস্টুরেন্ট ও নবম দশম তলায় বিভিন্ন অফিস। সপ্তম তলায় রয়েছে কম্পিউটার মার্কেট।
আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বাড়ায় ১৬ তলা ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে।