মন্দিরে যাওয়ার রাস্তা সংস্কার করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর ৪নং দিওড় ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর দিক নির্দেশনায় শারদীয় কালি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী গনের যাতায়াতের রাস্তা সংস্কৃার করে পথ সূগম করে দিয়েছেন।

আজ(১৫ অক্টোবর-২৩) উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নে শারদীয় কালি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী গনের যাতায়াতের রাস্তা সংস্কৃার করেন,বিকেলে আবার বড় গোপালপুর রাস্তার বেশ কয়েক জায়গার বেহাল জায়গুলি সংস্কার করে দেন, এ বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন, যুবলীগ সভাপতি গোলাম রববানী মাস্টার,উক্ত বিষয়ে সরজমিনে জানা যায় দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল দির্ঘদিন যাবত ইউনিয়নের পাড়া মহল্লায় বৃষ্টির কারনে জনসাধারণের যাতায়াতের রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়ে।এমন অবস্থায় চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল তাৎক্ষণিকভাবে উক্ত রাস্তা ইট বালি ও রাবিশ দিয়ে সংস্কার করেন। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় পূজা উৎসব উদযাপন উপলক্ষে ইউনিয়নের শালঘরিয়া কালী মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের যাতায়াতের অযোগ্য রাস্তা সংস্কার করেন।পাশাপাশি ইউনিয়নের বেলখুর মহল্লায় একটি যাতায়াতের অযোগ্য রাস্তা সংস্কৃার করেন।

এসময় দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,ওয়ার্ড সদস্য মোঃরবিউল ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক দিওড় ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম রাববানী মাস্টার সহ স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন,

Leave a Reply

Your email address will not be published.