দিওড় ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ করলেন আঃমালেক মন্ডল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর দিওড় ইউনিয়নে ভোক্তাগনের মাঝে ভিডব্লিউবির চাল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে, প্রতি মাসের ন্যায় এবারও উপকার ভোগীদের মাঝে প্রতি কার্ড ধারীর জন্য ৩০ কেজি ১বস্তা করে চাল প্রদান করেন, উক্ত ভিডব্লিউবির চাল

বিতরণের উদ্বোধন করেন দিওড় ইউনিয়নের রূপকার ডিজিটাল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, আজ ১৮ অক্টোবর বুধবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০২ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ৪০২ জন উপকারভোগীর মাঝে বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন, সঌইউপি সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার মোছাঃসিমা আক্তার,উদ্যোক্তা মোছাঃফৌজিয়া আক্তার,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, ২নং ওয়ার্ড সদস্য মোঃআজগর আলী, ৬নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য মোঃআজগর আলী, ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃফেন্সী আরা বেগম, ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃআরিফুননা বেগম, ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ, সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন, এসময় ইউনিয়নের সকল ভাতাভোগীর উপস্থিতিতে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সাংবাদিকদের বলেন, ৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে উক্ত চাল বিতরণ করা হয়েছে, তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গরীব অসহায় উপকার ভোগী মানুষের জন্য এমন ব্যবস্হা গ্রহণ করায় তাকে অনেক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published.