প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  জয়পুরহাট কালাইয়ে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় তহবিল ও জমির আয় ব্যয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে  মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিভাগীয় কমিশনার, রাজশাহী। জেলা প্রশাসক, জয়পুরহাট। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী।  মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার, জয়পুরহাট। মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার, কালাই, জয়পুরহাট। চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, ঢাকা। বিভাগীয় পরিচালক, দূর্নীতি দমন কমিশন, রাজশাহী। সভাপতি / সাধারণ সম্পাদক  জাতীয় প্রেসক্লাব, ঢাকা। উপ পরিচালক দুর্নীতি দমন কমিশন  জয়পুরহারহাট। উপজেলা দূর্নীতি দমন কমিশন কর্মকর্তা কালাই, জয়পুরহাট৷ সভাপতি / সাধারণ সম্পাদক প্রেসক্লাব, জয়পুরহাট। সভাপতি / সাধারণ সম্পাদক প্রেসক্লাব, কালাই, জয়পুরহাট বরাবর অভিযোগ করেছেন আব্দুল হাই নামের এক ব্যক্তি৷
কালাই  উপজেলার উদয়পুর ইউনিয়ন জামুরা বাসুড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির এসব অভিযোগ উঠেছে। অভিযোগ দিয়েছেন ওই স্কুলের জমিদাতা আব্দুল হাই৷
অভিযোগ সূত্রে জানা যায়,উদয়পুর ইউনিয়নের জামুড়া বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব আব্দুল হাই উক্ত বিদ্যলয়ের অবকাঠামো ও উন্নতির জন্য ৩২ শতক জমি দান করেন। কিছু দিন পূর্বে জানতে পারেন প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম নিজেই বিদ্যালয়ের সম্পত্তি ভোগদখল করছেন এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক৷  প্রধান শিক্ষক তার নিজ ক্ষমতা বলে জমিসহ বিভিন্ন আয়ের অর্থ আত্মসাৎ করিয়া আসিতেছেন ১৯৯৫ সাল হইতে৷ প্রতিষ্ঠানের জমির ফসলের আয়-ব্যয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করিয়াছেন সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুল হাই৷
স্থানীয় বাসিন্দা হিটলু, শফিকুল  সহ একাধিক ব্যক্তিরা বলেন, এই প্রধান শিক্ষক স্কুলের সব টাকা আত্মসাৎ করেছেন। কিছু দিন পূর্বে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের আগেই প্রতিজনের কাছ থেকে  কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আঃ কাইয়ুম  বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সব মিথ্যা ও ভিত্তিহীন। আমি স্কুলের কোনো সম্পত্তি টাকা আত্মসাৎ করিনি মূলত আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এমনটা করা হয়েছে।
 এ ব্যাপারে কালাই উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন  আমরা এখনো  অভিযোগ পাইনি অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের  তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করব৷

Leave a Reply

Your email address will not be published.