পটুয়াখালীর বাউফল এ রাত ২টার দিকে শীলা বৃষ্টির সাথে দমকা হাওয়া!

সানাউল হক (বাউফল- পটুয়াখালী:পটুয়াখালী জেলার বাউফল এ ব্যাপক শিলা বৃষ্টি দমকা হাওয়ায় ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) রাত সোয়া ৩টার দিকে বাউফল থানার ওপর দিয়ে এ শিলা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়।
হঠাৎ করেই রাত ১টার দিকে বাউফল  কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পরেই শিলা বৃষ্টি শুরু হয়। সেই সাথে বইতে থাকে দমকা হাওয়া। আধাঘণ্টা ধরে চলে ঝড় বৃষ্টি। স্মরণকালের ভয়াবহ এ শিলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।বৃষ্টি শেষে দেখা গেছে বাড়ির অঙ্গিনা ও রাস্তার অনেক জায়গায় শিলার স্তুপ জমে আছে। শিলার প্রচণ্ড আঘাতে অনেকের ঘরের টিন ফুটা হয়ে গেছে। গাছের পাতা সিংহভাগ পড়ে গেছে।
আবহাওয়া অফিসের জানান, বেলা ২টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে শিলাবৃষ্টি।  এই রকমের শিলাবৃষ্টি ১০ বছরের মধ্যে দেখা যায়নি।রাত ৩ টা পর্যন্ত পটুয়াখালী১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.