জয়পুরহাটে ছোট যমুনা নদীর সেতুর শুভ উদ্বোধন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ধরন্জী-বাগজানা ইউনিয়ন বাসীর প্রানের দাবী বহু প্রতীক্ষিত পাঁচবিবির উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে । ৯৬ মিটার দৈর্ঘ্যের  এ সেতু নির্মান করতে ব্যয় হয়েছে  ৯ কোটি  ৭৭ লাখ টাকা। ২৮ অক্টোবর শনিবার বিকেলে সেতুটির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব  এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। বাগজানা ও ধরন্জী  ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে  উদ্বোধনের পরে এক বিশাল জনসভা বাগজানা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ত্ব করেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডও আলহাজ্ব এ্যাডভোকেট  সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু,  ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ুম,পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জাহিদুল হক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল হক সুমন, বাগজানা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও বাগজানা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক রাসেল কবির প্রমূখ ।প্রধান অতিথি আগত জনগণের কাছে দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সভায় প্রায় ৬-৭ হাজার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবির মানুষ ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.