জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে মাদক মামলায় বান্ধন উড়াও নামে এক আদিবাসীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝি নামে একজনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত বান্ধন উড়াও পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে দুইজন ব্যক্তি পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন। সেময় কয়া এলাকায় হেটে আসার সময় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর আজ বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.