স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় ১০ জনের নামে মামলা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে নির্বাচনি প্রচারণার সময় নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পেটানোর অভিযোগে মামলা হয়েছে। এতে দশজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। আসামিরা সবাই নৌকার কর্মী।
বুধবার(২৭ডিসেম্বর)ক্ষেতলাল থানায় মামলা করেন ভুক্তভোগী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর অবসর । আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি৷
মামলার আসামিরা হলেন, সিরাজুল ইসলাম বুলু (৪৯), জুলফিকার আলী জুলু (৬০), জামাল (৪৩), মিঠু (৪২), শরিফ উদ্দিন( ৬৪), রবিউল ইসলাম (৩৫), রব্বানী ইসলাম বিদ্যুৎ (৩২), আহসান মন্ডল (৩৬), শামীম হোসেন (১৯) ও  সানি (২৩)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর মঙ্গলবার সন্ধ্যা ৫ টার দিকে ক্ষেতলাল পৌর ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থী গণ সংযোগ নিয়ে  কাঁচি মার্কা   অফিসের সামনে পৌঁছালে আসামিরা তাঁকে লাঠি সোটা দিয়ে পথরোধ করে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে মানা করলে সিরাজুল ইসলাম বুলুর  হুকুমে অন্য আসামিরা তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের পরনে মুজিব কোর্ট ছিঁড়ে ফেলা হয় ও তার কাছে থাকে এক লাক্ষ ৭৫ হাজার টাকা ও নির্বাচনী কাগজপত্র  ছিনিয়ে নেওয়া হয়৷
এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর গুরুতর জখম হন৷ এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে  অবসরের কর্মী সমর্থকরা এগিয়ে  উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই  হামলার শিকার হয়েছেন এবং উভপক্ষে মামলা করেছেন তদন্তে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published.