বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের আদালত বর্জন

জাহিদ মুন্সি, কালের সংবাদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে সপ্তাহব্যাপী ১লা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি উপলক্ষে বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে মানববন্ধনের ন্যায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল আইনজীবী ফোরাম।

বুধবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় সপ্তাহব্যাপী কর্মসূচির ৩য় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মহসীন মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সাবেক সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল। বরিশাল আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, ফোরামের সহ-সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড.শহীদ হোসেন, এ্যাড.সাদিকুর রহমান লিংকন, সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড.কাজী বশির উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির মাসউদ, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড. শাহানুর খানম, এ্যাড. আনিসুর রহমান, এ্যাড. কাজী মোখলেচুর রহমান, এ্যাড. মোস্তাফিজুর রহমান বাবু, এ্যাড. শাহ আলম, এ্যাড. জাকির হোসেন, এ্যাড. সাঈদ চৌধুরী প্রমুখ।

এ সময় বিএনপি পন্থি আইনজীবীরা আগামী ৭ই জানুয়ারী নির্বাচন বর্জনসহ নির্বাচনের দিন ঘরে থেকে পরিবার সদস্যদেরকে সময় দিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখান করার আহবান জানিয়ে আদালত প্রাঙ্গনে শ্লোগান দেয়।

Leave a Reply

Your email address will not be published.