রাত পোহালেই ভোট- সংসদে বিভিন্ন মতাদর্শের লোকের সম্মিলন ঘটাবে কি এবার

কালের সংবাদ ডেক্সঃ বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ নতুন কিছু নয়। বরং এবারই ভোটের আগে সবচেয়ে কম কথোপকথন হচ্ছে।

নির্বাচন কমিশনের কাছে ভিনদেশি কূটনীতিকদের প্রশ্ন। ভোটারদের কি কোন ভোট দিতে চাপ দেয়া হচ্ছে?

প্রচার-প্রচারণা এরইমধ্যে শেষ হয়েছে। সহিংসতার কিছু ঘটনাও ঘটেছে। রাত পোহালেই ভোট।

বিএনপিসহ বেশকিছু ছোট ছোট রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে।

ভোট নিয়ে খুবই উত্তেজনা কাজকরছে জনগনের মাঝে। জাতীয় পার্টি ভোটে থাকলেও দলটির বেশ কিছু প্রার্থী এরইমধ্যে প্রোচারনা থেকে বিরত থাকছে কারণ নিশ্চিত হার জেনে।

বিরোধী দল কারা হবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ যে একক ভাবে ফের ক্ষমতায় আসছে তা নিয়ে সন্দেহ কারণ শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী।

একশ’র বেশী আসনে স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির যে কয়টি আসনে সমঝোতা রয়েছে। এদের মধ্যে ১৬ থেকে ১৮টি আসনে জাপার প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

ক্ষমতাসীন দলের বাইরে অন্তত ১৫ জনের বেশী প্রার্থীকে জয়ী করানোর ব্যাপারে বিশেষ তৎপরতার চেষ্টা চলছে বলে গুনজন পাওয়া যাচ্ছে। তারা কেউ কেউ বিএনপি’র সাবেক নেতা, কেউ বিএনপি’র সাবেক জোট সঙ্গী, কেউ রওশন এরশাদের অনুসারী আবার কেউবা কিংস পার্টি হিসেবে পরিচিত দলের নেতা। এ সমীকরণকে সামনে রেখে সরকারি দলের কয়েকজন প্রভাবশালী নেতাও ঝুঁকির মধ্যে পরেছে।

আগামী সংসদে বিভিন্ন মতাদর্শের লোকের সম্মিলন ঘটাবে বলে ধারনা চলছে।

Leave a Reply

Your email address will not be published.