গুগল জানাবে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চার্জ অবস্হা ও আবহাওয়ার পূর্বাভাস

কালের সংবাদ ডেক্সঃ অ্যান্ড্রয়েড অটোর মাধ্যমে গাড়ির ব্যাটারির হালনাগাদ তথ্যও জানা যাবে।

গাড়িতে অ্যান্ড্রয়েড অটো অ্যাপে ক্রোম ব্রাউজার যুক্ত করার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে গুগল।

ভলভো, পলস্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে ক্রোম ব্রাউজার ব্যবহারের সুযোগ মিলবে প্রথম পর্যায়ে।

গুগল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস)-এ ঘোষণা দিয়েছে।

তবে ক্রোম ব্রাউজার যুক্ত না হওয়া পর্যন্ত পোলস্টার গাড়িতে ভিভালদি নামের অন্য একটি ব্রাউজার ব্যবহার করা হবে।

গন্তব্যে পৌঁছানোর পর কতটুকু চার্জ অবশিষ্ট থাকতে পারে, সে তথ্যও জানা যাবে। ফলে রাস্তায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

এ সুবিধার পাশাপাশি অ্যান্ড্রয়েড অটোতে ভিডিও স্ট্রিমিং এবং আবহাওয়ার পূর্বাভাস জানার অ্যাপও যুক্ত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published.