চাষীরা তুলা চাষে আগ্রহী

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় এবারে প্রায় দুই হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। দেশের তৈরি পোশাক শিল্পে ভালো মানের সুতা উৎপাদনে বড় ভূমিকা রাখবে এই মৌসুমের তুলা চাষিরা।

কম খরচে বেশি লাভ হওয়ায় চাষীদের মধ্যে তুলা চাষে আগ্রহ দেখা দিয়েছে।

কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী গ্ত বছরের তুলনায় এ বছরে দৌলতপুর উপজেলার সাতটি ইউনিটে প্রায় ২ হাজার হেক্টরের বেশি জমিতে তুলা চাষ হয়েছে।

তাছাড়া তুলা উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে দৌলতপুর উপজেলায় বেশি তুলা উৎপাদন হয়।
মাহাবুল হোসেন নামের এক চাষী বলেন, সামান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উৎপাদনে কিছুটা ব্যঘাত হয়।

কুষ্টিয়ার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন বলেন, আগামী মৌসুমে আমরা চাষীদের মধ্যে সাধ্য অনুযায়ী সরকারিভাবে কিছু প্রণোদনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.