কালাইয়ে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে ৭৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে  কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় ।
এ সময় উপস্থিত ছিলেন- কালাই কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান,  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ছালজারুল আলম ও উপসহকারী কৃষি অফিসার প্রমুখ।
‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ৭৫ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য  সবজি ও ফলের বীজ, গাছের চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.