নাটোরের সিংড়ায় দেশীয় অস্ত্র হাতে যুব লীগের মিছিল সিএনজি সমিতির কার্যালয় ভাঙচুর

বেল্লাল হোসেন বাবু, নাটোর: নাটোরের সিংড়ায় সড়কে চলাচল করা যানবাহন থেকে শ্রমিক লীগের নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসলে মিছিলকারীরা চলে যায়।

ইতিমধ্যেই প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায় অন্তত অর্ধশত জন বিক্ষোভকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিচ্ছেন। এসময় বিক্ষোভকারীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করে পৌর যুবলীগের সভাপতি সিএনজি সমিতির সভাপতি লাবু হাসান জনি বলেন, ‘সিএনজি স্ট্যান্ডের (মালিক সমিতির) সভাপতি সেলিম রেজা ও সেক্রেটারি রঞ্জু আহমেদ এই দুইজন বছরের পর বছর সিংড়ার সিএনজি চালকদের চুষে খাচ্ছেন। তারা একটি সমিতি তৈরি করে নিয়মিত চাঁদাবাজি করে।

প্রতিটি সিএনজি থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করে।

তিনি বলেন, ‘সব সিএনজি চালিত অটোরিকশা চালকরা ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করে। আমিও সেখানে ছিলাম।’

মিছিলে সকলের হাতে অস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সমর্থকরা মনে করেছিল আমার ওপর আক্রমণ হয়েছে, তাই তারা এগুলো নিয়ে এসেছিল।

এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিংড়া সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ বলেন, ‘আমাদের সরকার অনুমোদিত সমিতি। এতদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন তারা (বিক্ষোভকারীরা) বিনা কারণে উস্কানি দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন আমি পালিয়ে আছি।

তিনি বলেন, ‘এতদিন কোনো সমস্যা ছিল না‌। সংসদ নির্বাচনে আমরাও নৌকার ভোট করেছি। আমাদের প্রতিবেশী স্বতন্ত্র প্রার্থী থাকায় আমাদের আত্মীয়-স্বজন অনেকেই স্বতন্ত্রের পক্ষে ভোট করে। সেই রাগে তারা এমন কর্মকাণ্ড করছে।’

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটে।’

অস্ত্রসহ মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘লাঠি-সোটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌর মেয়র দুই পক্ষকে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।’ এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published.