মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন মাঠে সরিষার চাষ বেড়েছে। মাঠের পর মাঠ যেন ঢেকে গেছে সরিষা ফুলের হলুদ চাদরে।
সুন্দর এই দৃশ্য আকৃষ্ট করছে পথচলা হাজার হাজার মানুষকে। এই উপজেলায় সবচাইতে বেশি সরিষা চাষ হয়েছে পদ্মা নদীর চর অঞ্চলে। কম খরচে অল্প সময়ের ভিতরে লাভজনক আবাদে চাষিরা আনন্দিত।
উপজেলা কৃষি অফিসারের তথ্য অনুযায়ী এই উপজেলায় সরিষা চাষ হয়েছে ২,২৫০ হেক্টর জমিতে। গত মৌসুমে হয়েছিল ১,৭০০ হেক্টর জমিতে।
সরকার থেকে সহায়তা করা হয়েছে ৫,৫০০ জনকে।
উপজেলার ১৪ টি ইউনিয়নে চাষ হয়েছে সরিষা এর মধ্যে বেশি চাষ হয়েছে ফিলিপ নগর, মরিচা, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে।
অত্র অঞ্চলের চাষীদের সাথে কথা বলে জানা যায় তারা ভালো ফলনের আশা করছে।