বদলগাছীতে নতুন বছরে হাট বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধে জেলা প্রশাসক বরাবর উপজেলা চেয়ারম্যানের লিখিত অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর হাট বাজারগুলোতে গো- ছাগলসহ কৃষি পূন্য বেচা কেনায় বছরের পর বছর অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব চলছে।কৃষকের কাছ থেকে অতিরিক্ত ওজন ৪২/৪৩ কেজিতে এক মন ধরা আবার অতিরিক্ত টোল আদায় বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিকার মিলে না কৃষকদের কপালে। উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান প্রথম দিকে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত টোল বন্ধে হাটে হাটে মাইকিং করে ব্যর্থ হন। আবারো নতুন বছর ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দের জন্য ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। নতুন বছরে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত ওজন বা টোল যেন বন্ধ করা হয় এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান গত ৪ ফেব্রæয়ারী নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয় সামসুল আলম খান উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তৎকালীন ইউএনও মাসুম আলী বেগ এর সঙ্গে পরামর্শ করে হাটে হাটে মাইকিং করে অতিরিক্ত টোল আদায় বন্ধে চেষ্ট করা হয়। পরবর্তীতে ইউএনরও আবু তাহির আসলে আবারো অতিরিক্ত টোল আদায় শুরু হয় এবং তিনি প্রতিবাদ করলে জি আর ৪২৮ তাং ১৪/০৫/২০১১ইং তারিখ মামলার সুত্র ধরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টে রিভিও করে স্বপদে ফিরে আসেন। আবেদনে তিনি আরো জানান নতুন বছরে হাট বাজার যে ইজারাদার পাবে অতিরিক্ত টোল যেন না নেয় প্রয়োজনে ৩শ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গিকার নিযে হাট ইজারা দেওয়া হয়। অপরদিকে সাংবাদিক মুজাহিদ গত ১৭ জানুয়ারী বদলগাছী হাটে আলু বিক্রি করলে টোল আদায়কারী তার কাছ থেকে প্রতিমন ৪০ টাকা হারে দাবী করে। সে দিতে না চাইলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ঘটনার দিন সাংবাদিক মুজাহিদ ব্যবস্থা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে কোন আইনানুগ প্রদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন অতিরিক্ত নিয়ে হাটে হাটে কৃষকের হয়রানী ও কান্না বন্ধে আমি এই অভিযোগ করেছি।

নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published.