জয়পুরহাটে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনার লক্ষে বাই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত বাই সাইকেল র‍্যালীর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,  সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,  আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আজাদ আলী  সহ আরো অনেকে।
বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সাইকেল র‍্যালীটি পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়ে পৌর শহরের পাঁচমাথা হয়ে দানেজপুর, শালাইপুর, বেড়াখাই, উচাই মহিপুর হয়ে স্টেডিয়ামে এসে শেষ। র‍্যালীটিতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.