বান্দরবানে ১২ মাইল ওয়াই জংশন বাজারে নেই কোনো পানির ব্যবস্থা, পানির জন্য হাহাকার জনগণ।

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি : বান্দরবানে চিম্বুক ওয়াইজংশন বাজারটি বান্দরবান শহর থেকে ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত । বান্দরবান থেকে রুমা ও রুমা থেকে বান্দরবান আসা-যাওয়া যাত্রী বাস এখানে থামাতো। আর যাত্রী গুলো এখান থেকে যে যার পছন্দ মত চা-নাস্তা, শাকসবজি ও তাজা ফলমূল কিনে নিতো। বাজারটি নিরিবিলি ও আরামদায়ক একটি জায়গা। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, এখানে কোনো পানি সু-ব্যবস্থা নেই। বর্তমানে এখানে স্থায়ী অস্থায়ীভাবে ২০/২৫ টি পরিবার বসবাস করে। সাধারণত প্রতিবছর অক্টোবর মাস থেকে শুরু করে মে/জুন মাস পর্যন্ত পানির জন্য খুবই কষ্টের ভুগতে হয়। শুধুমাত্র বর্ষাকালে পানি পাওয়া যেত।

বাজার পাশে একটা মরা ঝিড়ি থাকে, সেখান থেকে মহিলারা নিত্য প্রয়োজনে পানি সংগ্রহ করত। একজন দুই জন পানি তুলে নিলে পানি আর থাকতনা। যে পরে পানি তুলতে যায়, সে পানি না পেয়ে খালি ফিরে চলে আসত ঘরে। তুলতে পাইলেও ঘোলা পানি তুলে চলে আসত মহিলারা।

এই বাজারটি স্থাপিত হয় ১৯৯০ ইং সালে। বাজারটি বাজার কমিটির দ্বারা নিয়ন্ত্রীত।

Leave a Reply

Your email address will not be published.