ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ২’শ মন মাছ নিধন

মো. হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২’শ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মালিহাটি গ্রামের স্বর্গীয় সতেন্দ্র দাসের ছেলে স্বপন দাসের ১ একর ৪০ শতক জমির দুটি পুকুরে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নাসির উদ্দীন যৌথভাবে মাছ চাষ করছিলেন।

প্রায় আটমাস আগে দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছিলেন তারা। আগামী সপ্তাহে মাছগুলো বিক্রির কথা ছিল। প্রতিদিনের মত বৃহস্পতিবার মধ্যরাতে পুকুর থেকে বাড়িতে চলে যান নাসির। পরদিন সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পুকুরগুলোতে পাবদা, শিং, কাতল, রুই, সিলভার কার্পসহ দেশিয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ মণ মাছ মারা গেছে বলে দাবী মৎস্যচাষী নাসিরের। যার আনুমানিক মূল্য বিশ লাখ টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্থ নাসির উদ্দীন বলেন, “লক্ষ লক্ষ টাকা ধারদেনা করে মাছকে খাবার দিয়েছি। এখনো খাদ্যের দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকা বাকী রয়েছে যা মাছ বিক্রি করে দেওয়ার কথা ছিল। আমার এমন সর্বনাশ কারা করলো, কেন করলো? আমি তো কারো ক্ষতি করিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, “মানুষের মধ্যে শত্রæতা দেখেছি। কিন্তু মাছের সঙ্গে এ কেমন শত্রæতা! জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published.