ফের ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি

কুয়াশা চৌধুরী, সদস্য, মিডিয়া সেল : বেইলী রোড ট্রাজেডিস্থলে গণমাধ্যমের সাথে আলাপকালে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ ফের ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি তুলেছেন। ২ মার্চ নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা নির্মম অগ্নিকাÐে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে যান।

এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বারো বছর যাবৎ রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানালেও সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব-মেয়র-কর্তারা তা বাস্তবায়ন না করে রাজধানীসহ সারাদেশে অগ্নিকাÐপ্রবণ পরিস্থিতি তৈরি করেছে। অনতিবিলম্বে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সিদ্ধান্ত না নিলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.