রংপুরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

রংপুর বিভাগ প্রধান, আবু নাসের সিদ্দিক সিদ্দিক তুহিন : গতকাল রংপুর শহীদ মিনারে ৫ মার্চ থেকে ৯ মার্চ ৫ দিনব্যাপী রংপুরে জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর উদ্বোধন।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ২০২৪ এর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের উপদেষ্টা সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া,অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।

বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মাজেদুর রহমান ঝন্টু, এ্যাডভোকেট মাসুম হাসান, মঞ্জিল মুরাদ লাভলু, ডাক্তার মফিজুল ইসলাম মান্টু, আব্দুল মালেক,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুনীল সরকার, জয়িতা নাসরিন নাজ, স্বপন পাল,বিজয় প্রসাদ তপু,সাংবাদিক শাহ আলম, রফিকুল ইসলাম রইচ, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
রংপুর শহীদ মিনার চত্বরে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবে আলীবাবা থীম পার্ক পিঠা ঘর ,আলম পিঠা ঘর,শিখা চারুকলা একাডেমি, এম স কিচেন প্রাপ্য কিচেন, মিলি ফুড,রিপাত স কর্ণার,বৃষ্টি সুটকেস,রংপুর জয়িতা কল্যাণ সংস্থা,বাংলাী পিঠা ঘর,শারমিন স কিচেন, ঔজি রেস্টুরেন্ট, অন্বেষা, শাহ সুফি পিঠা ঘর,রংপুর পিঠা ঘর ৩০ টি স্টল সেজেছে নানা রকম পিঠার পসরা ।

উল্লেখ্য এ মেলায় বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শনী ও বিক্রির মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে ।
উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুজহাত শারমিন শাখি,ও সফুরা খাতুন।

Leave a Reply

Your email address will not be published.