বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহিদ মুন্সি, কালের সংবাদ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার  বাউফল উপজেলার পৌরশহরের ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়েছে। বছরের পর বছর ধরে এসব ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় পথচারীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। বুধবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে এসব বেদখ হয়ে যাওয়ায় ফুটপাত দখলমুক্ত হলো। পাশাপাশি শহরের রিকশাস্ট্যান্ড ও পশু হাসপাতালের সামনে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড জানান, পৌর শহরের পাবলিক মাঠ, রিকশাস্ট্যান্ড, পুরাতন হাসপাতাল, ইলিশ চত্বর, বাজার রোড ও কাগুজী পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাঠ সরিয়ে নেওয়া হয়েছে। দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মালিকদের কয়েকদিন আগে নোটিস করা হয়।
এ নোটিসে বুধবার পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়। এরপর তারা নিজেরাই দোকানগুলো সরিয়ে নেয়। অপর দিকে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় রিকশাস্ট্যান্ড এলাকায় শ্রমিক লীগের অফিস ও পশু হাসপাতালের সামনের সড়কে একটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.