সাপাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক

তছলিম উদ্দীন, সাপাহার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে হাপানিয়া বিওপির বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ভারত থেকে আসা ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নুরুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে সাপাহার থানায় সোপর্দ করেছে। আটক নুরুল হক সাপাহার উপজেলার খোট্্রাপাড়া গ্রামের মোজাম্মেল শেখ এর ছেলে।

সাপাহার থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায় ১৬বিজিবির হাপানিয়া বিওপির হাবিলদার দেলোয়ার হোসেন গত মঙ্গলবার রাত্রি ৯টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের জোডিসিয়াল এলাকায় অভিযান পরিচালনা করছিল। এমন সময় সিভিল সোর্স মারফত উপজেলার হাপানিয়ার বেলডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে এক লোক মোটর সাইকেল যোগে মাদক নিয়ে সাপাহারে প্রবেশ কররার সংবাদ জানতে পেরে রাস্তায় বেরিকেট দিয়ে বসে থাকে গভির রাতে এক ব্যক্তি ওই পথে মোটর সাইকেল নিয়ে আসলে বিজিবি সদ্যরা তার পথ রোধ করে। এসময় মাদকব্যবসায়ী মোটর সাইকেলটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধরে ফেলে এবং তার শরীর তল্লাসী করে ৩৫পাতার ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এর পর মঙ্গলবার ভোর ৫টার দিকে বিজিবি সদস্যরা সাপাহার থানায় উপস্থিত হয়ে উদ্ধারকৃত ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নুরুল হক নামের ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করলে থানা কর্তৃপক্ষ ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ২৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published.