পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল নতুন একটি নাম- বাংলাদেশ- আজ মহান স্বাধীনতা দিবস

কালের সংবাদ ডেক্স ঃ বঙ্গবন্ধু’র ২৪ বৎসরের আন্দলনের ও প্রায় ১৪ বছরের জেল খাটার ফসলের তৈরী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার দিন আজ।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিনই পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল নতুন একটি নাম- বাংলাদেশ।

মুক্তিকামী জনতা অবতীর্ণ হয়েছিল মুক্তির লড়াইয়ে উদ্দীপ্ত হয়ে ১৯৭১ সালের এইদিনে বঙ্গবন্ধু’র স্বাধীনতার ঘোষণায়।

যাদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূ-খণ্ড সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ।

পুরো জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

শ্রদ্ধার সঙ্গে জাতি স্মরণ করছে স্বাধীনতার মহান স্থপতি ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Leave a Reply

Your email address will not be published.