কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগ (খুলনা) পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ রমজান) উপজেলা শাখা কার্যালয়ের সামনে হাজী সরদার মার্কেট প্রাঙ্গণে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান, উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ ইবাদাত সিদ্দিকী বিপুল, রনি ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারি মেহেদী হাসান রনি, ফারজানা ইঞ্জিনিয়ারিং  ওয়ার্কশপের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফকীহ মোহাম্মদ আহসান উল্লাহ আজহারী। 

 

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, মঞ্জুরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, এনামুল হাসান নাঈম, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান সুমন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, কুঠির শিল্পী বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মেহেরাব হোসেন বাধন, মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। এছাড়াও কেশবপুর শিশু সদন (এতিমখানা) ও কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হেফজখানার শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published.