শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত

তমালিকা মল্লিক ঃ  উপকূলীয় এলাকায় টেকসই কৃষি ব্যবস্থাপনাকৃষি প্রযুক্তি সম্প্রসারণেরলক্ষ্যে দিনব্যাপী লিডার্সের আয়োজনেব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এরসহযোগিতায় বার্ষিক উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে২৫ এপ্রিোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার নকিপুর বাজারসংলগ্ন গরুর হাটখোলা মাঠে এই মেলার শুভ উদ্বোধন করা হয়

উক্ত উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে উদ্ভাবনী কুষি মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা– ৪ আসনেরমাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. আতাউল হক দোলন অনুষ্ঠানেসভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্যামনগর উপজেলা জলবায়ুঅধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজ্রু ইসলামবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাবমোঃ নাজমুল হুদা, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক সাংবাদিক জনাব রনজি কুমার বর্মণ, জলবায়ু অধিপরামর্শ ফোরামেরঅধিপরামর্শ সম্পাদক আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজীবিভাগের সহকারী অধ্যাপক জনাব মানবেন্দ্র দেবনাথ কৃষি মেলায় আরওউপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী জনাব কৌশিক রায়, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা জয়দেবজোদ্দার, নলেজ এবং রিসার্চ ম্যানেজার ফারজানা ইসলাম, মনিটরিংঅফিসার মোঃ বেল্লাল হোসেন, প্রবীণ উন্নয়নকর্মী জনাব রণজিত মণ্ডল সহলিডার্সের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ

এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তিরপ্রদর্শণী করা হয়প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জৈব সারজৈব বালাইনাশক, ফোঁটায় ফোঁটায় সেচ, মডেল বাড়ি, বীজ সংরক্ষণ পদ্ধতি, মিনি পুকুর খনন, সমন্বিত চাষব্যবস্থাপনা, বিনা চাষে সবজি, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, কিচেন গার্ডেন, স্বল্প পানিতে সেচ, ইঁদুরদমন পদ্ধতি ইত্যাদিকৃষি মেলা উদ্বোধন শেষে অতিথিগণ এসব মেলাপরিদর্শন করেন এবং মন্তব্য ব্যক্ত করেন প্রধান অতিথি বলেন, “জলবায়ুপরিবর্তনের কারনে কৃষিতে সংকট বেড়েছেএই সংকট কাটিয়ে উঠতেউদ্ভাবনী কৃষি চর্চা একান্ত প্রয়োজনকৃষকদের এই ধরনের চর্চা আরওবাড়াতে হবে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানের ২য় পর্যায়ে বিকাল :০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনীঅনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ক্রেস্ট দেওয়া হয়েছে এবংসেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ক্রেস্ট দেওয়া হয়েছেউক্তসমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের বিভিন্ন খেলা উপভোগ করেন স্টল পরিদর্শন করেন সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন,“ মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে প্রাধান্য দিয়েছেন সেই কৃষিকে প্রাধান্য দিয়েতিনি কৃষকদের আহবান করেছিলেন যে দেশের এক ইঞ্চি জমি যেনঅনাবাদী না থাকে এরই ধারাবাহিকতায় লিডার্স এর সহযোগিতায়দক্ষিণপশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলার আয়োজনকরেছে দর্শণার্থীরা এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমারবিশ্বাস

Leave a Reply

Your email address will not be published.