সরিষাবাড়ীতে এমপির ব্যক্তিগত অর্থায়নে রাস্তা নির্মাণের উদ্বোধন

আল আমিন হাসান, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি’র ব্যক্তিগত অর্থায়নে  কাচা রাস্তার নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া এলাকায় ১ হাজার ৫০০ কাঁচা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উক্ত রাস্তা নির্মাণ কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ । ওই রাস্তা দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে দুর্ভোগ নিয়ে চলাচল  করে আসছিল। স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আব্দুর রশিদ এমপির ব্যক্তিগত উদ্যোগে কাঁচা রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। রাস্তাটি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া থেকে পৌরসভার চক হাটবাড়ি পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার কাঁচা রাস্তাটি জনস্বার্থে ব্যক্তিগত অর্থে  নির্মাণ করে দিচ্ছেন কাজের উদ্বোধন করেছেন। স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এর ব্যক্তিগত ৩ লাখ টাকা দিয়ে কাঁচা রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অনন্যদের মধ্যে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন পল্লব, যুবলীগ নেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ সহজ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তাটি পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি বলেন, নির্বাচনের সময় গ্রামবাসীকে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম । তাই সরকারি বরাদ্দ ও অপ্রতুল হওয়ায় নিজের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published.