সিংড়ায় শ্রেণি পরিবর্তন করে অবৈধ পুকুর খননের অপরাধে কাউন্সিলর কালাম গ্রেফতার

বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অপরাধে এক্সকেভেটর ভেকু মেশিন এর ব্যটারী জব্দ সিংড়া পৌর সভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম গ্রেফতার করেছে করেছে পুলিশ।

জানা যায়, সিংড়া পৌরসভার পাটকোল মৌজায় শৈলমারী বিলে শ্রেণি পরিবর্তন করে দীর্ঘদিন যাবত পুকুর খনন চলছিল। গত ০৫ এপ্রিল, ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ইংরেজি তারিখে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় অভিযুক্তদের মোবাইল কোর্টে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। পরে আবারও অভিযুক্তরা গত ০৩ মে ২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার দিবাগত রাতে অন্য এক্সকাভেটর মেশিন দিয়ে পুকুর খনন করছিল। পরে সহকারী প্রকৌশলী, বিএডিসি, সিংড়া ৪মে ২০২৪ ইংরেজি তারিখে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, এ প্রেক্ষিতে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার পৌর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে বাদি হয়ে সিংড়া থানায় নিয়মিত মামলার আদেশ দেন। সেই মোতাবেক ভূমি অপরাধ প্রতিকার আইন,২০২৩ এর ১১ও ১৩ ধারায় আসামিগণের বিরুদ্ধে থানায় এজহার দায়ের হয়। মামলা নং ৪/১২৭।

অভিযুক্ত আসামীরা হলেন,
১। শামসুর রহমান শরীফ (৪০), পিতাঃ মৃত আবু সাইন, সাংঃ শৈলমারী, সিংড়া, নাটোর; ২। ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম (৫৫), পিতাঃ মৃত রিয়াজ উদ্দিন, সাং- শৈলমারী, সিংড়া, নাটোর; ৩। মোঃ শাহিন (৪০), পিতাঃ অজ্ঞাত, সাং- শোলাকুড়া, সিংড়া, নাটোর; ও ৪। মোঃ আমদ আলী (৫০), পিতাঃ নওশের আলী, সাং- শৈলমারী, সিংড়া, নাটোর।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা জানান, শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করায় সাধারণ কৃষকেরা ধান চাষের বাধা গ্রস্থ হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর এনএলপি স্কিমের ১হাজার মিটার ভূ-গর্ভস্থ নালা বিনষ্ট করে প্রায় ৬লক্ষ টাকার সরকারি সম্পদ ক্ষতি হয়েছে। আমরা এর আগেও গত ০৫ এপ্রিল, ১৭ এপ্রিল, ও ২০ এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখে পৃথক অভিযান পরিচালনা করে এক্সকাভেটর ভেকুর ব্যাটারী জব্দ করেছি পুনরায় পুকুর খনন করার অপরাধের থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে ও কাউন্সিলর মোঃ আবুল কালাম কে আটক করা হয়েছে।

আগামীতে এধরনের অপরাধের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংড়ায় থানার অফিসার (ইনচার্জ) ওসি আবুল কালাম বলেন, আটককৃত আসামী কাউন্সিলর আবুল কালাম কে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.