কালাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত চার জন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জযপুরহাটের কালাই উপজলায় নির্বাচনী সহিংসতায় ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বোড়াই গ্রামে এ ঘটনা ঘেটেছে। আহতরা সবাই আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের কর্মী বলে দাবী করেছেন।
আহতরা হলন- একই উপজলার বোড়াই গ্রামের সাজ্জাদুর রহমান (৩৫) , আনতাজ আলী (৪৫), রাঘবপুর গ্রামের স্বাধীন হোসেন (২২) ও রনি মিয়া (২৭)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান- তারা গত রাতে নির্বাচনী প্রচারণা শেষে বোড়াই গ্রামে চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের আনারস মার্কার নির্বাচনী ক্যাম্পে বসে তারা নিজেরা আলোচনা করছিল। সেসময় মোটর সাইকল মার্কার চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলনসহ তার কর্মীরা মোটর সাইকেলযোগে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের ডেকে কেন আনারসের ভোট করছে ও এজেন্ট থাকছে বলতে বলতে  কিল-ঘুষিসহ লাঠি-সোটা দিয়ে মারধর করতে থাকে। পরে গ্রামের লোকজন খবর পেয়ে এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী বলেন, ‘উপজেলা নির্বাচনে আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ তাদের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করেন।
বিষয়টি স্বীকার করে দুই পক্ষকেই জেলা নির্বাচন  কার্যালয়ে তলব করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম।

Leave a Reply

Your email address will not be published.