দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি তাবরিজের উত্তরে অবতরণ করেছে -ইরান

আন্তর্জাতিক ডেক্স ঃ এখনও পর্যন্ত দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির সাথে কোন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এই কারনে আরোহীদের কী অবস্থা তা এখনও জানা যায়নি।

উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছানোর চেষ্টা করছে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে।

ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ বিপজ্জনকভাবে অবতরণ করেছে বলে জানা গিয়েছে।

এলাকাটির অবস্থান তাবরিজের উত্তরে প্রায় ৫০ কিলোমিটার দূরে।

হেলিকপ্টারটি যেখানে অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.