আমদানি রফতানি বানিজ্য সম্প্রসারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: ভারত-বাংলাদেশ  স্থলবন্দরের মধ্যে   বানিজ্য সম্প্রসারনে সমস্যা,সম্ভবনা ও উন্নয়ন বিষয়ক কর্মকান্ড নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দুইদেশের স্থলবন্দর কর্তৃপরে চেয়ারম্যান,কাস্টমস ও পুলিশ,ইমিগ্রেশন,বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় ভারতের সাথে বাংলাদেশের বানিজ্য সম্প্রসারনে বিভিন্ন বিষয়ে পরস্পরের মধ্যে মত বিনিময় হয়। এতে উন্নয়ন কর্মকান্ডে একমত হয় দুই দেশের প্রতিনিধিরা।

কর্মশালায় বাংলাদেশের পে ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল।

অপর দিকে ভারতে পে যোগ দেয় ভারত স্থলবন্দরের চেয়ারম্যান আদিত্য মিশরার নেতৃত্বে ৩৩ সদস্য।

এ ধরনের কর্মশালা বানিজ্য সম্প্রসারনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্মশালায়ে  অংশ গ্রহনকারিরা।

Leave a Reply

Your email address will not be published.