বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৫ ম পর্যায়ের ২য় ধাপে আগামী ১১ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও আশ্রয়ন প্রকল্পের ৬০ টি ঘর উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলআমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সহ গণ্যমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, ইতোমধ্যে সিংড়া উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ ম দফায় ২০১৩ টি ঘর উদ্বোধন করা হয়েছে। ৫ম দফার ২য় পর্যায় ৬০ টি ঘর উদ্বোধন করা হবে।