মহাদেবপুরে দুর্গাপূজা উৎসবকে ঘিরে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে আসন্ন দুর্গাপূজা উৎসবকে ঘিরে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে দুর্গাপূজার
সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা।
বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক রতন কুমার মন্ডল,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জিল্লুর রহমান, পিআইও আবু বক্কর, ওসি হাশমত আলী, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার মো.ইব্রাহিম হোসেন,চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবুসহ পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকগণ। উপস্থিত ছিলেন, দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান শাকিল তরফদার, চেয়ারম্যান বেলাল উদ্দিন, মেহেদী হাসান মিঞা,অধ্যক্ষ আরিফুর রহমান, রামপ্রসাদ ভদ্র,আবু হাসান, সিনিয়র সাংবাদিক বরুণ মজুমদার, রিপোটার ইউনিটের সভাপতি কাজী সাঈদ টিটু প্রমুখ।
এবার উপজেলায় ১৫০টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে এবং নওগাঁ জেলায় ৭৫৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.