ধামইরহাট শিক্ষাঙ্গনে ফুলের সৌরভ আর আলোক মালায় ফুটে উঠেছে সৌন্দর্য

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহা. :  নওগাঁর ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এখন ফুলের সৌরভ আর আলোকমালায় রূপান্তরিত হয়েছে। এই বিদ্যালয়টি এখন এক নান্দনিক পরিবেশের দৃষ্টান্ত হিসাবে সাক্ষ্য বহন করছে।  দিনের বেলা বাহারি ফুলের সৌরভে ভরা বাগান, সবুজের সমারোহ এবং রাতের আলোকসজ্জায় ঝলমলে প্রাঙ্গণ এ বিদ্যালয়কে ঘিরে তৈরি করেছে এক স্বপ্নময় পরিবেশ। শিক্ষা গ্রহণের পাশাপাশি এটি এখন ভ্রমণপিপাসুদের জন্যও একটি বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন এখানে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় জমে। বাগানে বসে আড্ডা, ছবি তোলা কিংবা আলোকিত প্রাঙ্গণে সন্ধ্যার শোভা উপভোগ—সব মিলিয়ে বিদ্যালয়টি একটি বিনোদনের কেন্দ্র হিসেবেও খ্যাতি অর্জন করেছে। একসময় এটি ছিল কেবলই একটি সাধারণ স্কুল, কিন্তু বর্তমান চেহারা এর প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
শিক্ষার্থীরা তাদের আনন্দঘন অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফা সানজিদা বলেন, “স্কুলে ঢুকতেই ফুলের বাগান আমাদের মন ভালো করে দেয়। ক্লাসের ফাঁকে আমরা এখানে বসি, আড্ডা দিই আর ছবি তুলি। এমন পরিবেশে পড়তে আসাটাই এখন আনন্দের বিষয়।”
শুধু শিক্ষার্থীরাই নয়, আশপাশের এলাকাবাসীর কাছেও বিদ্যালয়টি এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। সন্ধ্যার পর যখন আলোগুলো জ্বলে ওঠে, তখন মনে হয় এটি আর একটি স্কুল নয়, যেন কোনো পার্ক বা রিসোর্ট।”

Leave a Reply

Your email address will not be published.