শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর পৌর যুবদলের আয়োজনে গত রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবনেতা আব্দুল গফুর।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী মো: আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবনেতা সুজন রহমান।
পরে পৌর যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবনেতা বিল্লাল হোসেন, কেশবপুর পৌর ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম বাবু, সদস্য সচিব মনিরুল ইসলামসহ পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলের প্রতিষ্ঠা করেন। বাংলাদেশী জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রুপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদলের প্রতিষ্ঠা করা হয়।