বদলগাছী‌তে ভ্রাম‌্যমান আদাল‌তে হো‌টেল ও মু‌দি দোকা‌নির ৩ হাজার টাকা অর্থদন্ড

আবু সাইদ বদলগাছীঃ   নওগাঁর বদলগাছী সদরে অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমান আদাল‌তে হো‌টেল ও  মু‌দি দোকানীর ৩ হাজার টাকা অর্থদন্ড ক‌রা হ‌য়ে‌ছে। ৩১ অ‌ক্টোবর বৃহস্প্রতিবার বি‌কে‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম‌্যাজি‌স্ট্রেট মাহবুব হাসান এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

জানা যায়, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মাহবুব হাসান সঙ্গীয় ফোর্স সহ উপ‌জেলা সদর হাটবাজা‌রে প‌লে‌থিন ব‌্যবহার নি‌ষিদ্ধ করনের ল‌ক্ষে প্রচারনা চালা‌তে গি‌য়ে হঠাৎ ক‌রেই বিস‌মিল্লাহ হো‌টেল এন্ড রেস্টু‌রে‌ন্টের জেলা প্রশাসক কর্তৃক লাই‌সেন্স না থাকার দা‌য়ে ২ হাজার  ও মু‌দি দোকা‌নি আমজাদ এর দোকা‌নে মেয়াদ উ‌ত্তির্ন খাবার সামগ্রী পাওয়ায় ১ হাজার সহ মোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। বিস‌মিল্লাহ হো‌টেন এন্ড রেস্টু‌রেন্ট এর মা‌লিক আব্দুল মান্নান জানান, গত ১ মাস আ‌গে ভোক্তা অ‌ধিকার তার হো‌টে‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন আবার ১ মাস অ‌তিবা‌হিত হ‌তে না হ‌তেই ইউএনও স‌্যার জ‌রিমানা কর‌লেন। বাজা‌রে তো আরও ক‌য়েকটা হোটেল র‌য়ে‌ছে তা‌দের ওখা‌নে প্রশাস‌নের কেউ যায় না , জ‌রিমানা ও ক‌রেনা। শুধু বার বার তার হো‌টে‌লে অ‌ভিযান চালা‌নো হ‌চ্ছে। সে আরও জানান, নিরাপদ খাদ‌্য আইন মে‌নে  সি‌ভিল সার্জন অ‌ফিস কর্তৃক লাই‌সেন্স ও ট্রেডলাই‌সেন্স নি‌য়ে  ব‌্যবসা প‌রিচালনা ক‌রে আস‌ছি। হো‌টেল ও রেস্টু‌রেন্ট এর ব‌্যবসা কর‌তে গে‌লে জেলা প্রশাসক অর্থ এর লাই‌সেন্স লা‌গে সেটা আমার জানা ছিলোনা। তার দাবী প্রশাসন কর্তৃক অ‌ভিযান প‌রিচালনা করার পূ‌র্বে আমা‌দের জানা‌নো উ‌চিত ছিল। কারন হো‌টেল ব‌্যবসা কর‌তে গে‌লে কি‌কি কাগজপত্র থাক‌তে হয় আ‌মরা (দোকা‌নিরা) স‌ঠিক জা‌নিনা। আমা‌দের না জা‌নি‌য়ে হুঠহাট ক‌রে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে জেল জ‌রিমানা কর‌লে আমা‌দের ব‌্যবসায়ীক সুনাম ক্ষুন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published.